কবিতানিখোঁজডাঃ গৌতম মান্না
কবিতানিখোঁজডাঃ গৌতম মান্না
সময়টা বর্ষা কাল, ভাদ্রমাসে প্রতি বছরের ন্যায় আমরা এখনো চলেছি মোদের জীবন জীবিকার তরে সমুদ্রের মাঝখানে। সমুদ্রের সেই উত্তাল ঢেউয়ের মতো হাওয়া ,মৌসুমের পশ্চিমী ঝঞ্ঝাটের মাঝে ! চারিদিকে শুধু জলরাশি আর জলরাশিতে ভরা, নৌকায় ভরে গিয়েছে সারা সমুদ্রজুড়ে,কেউ কখনো কারোর কাছে কোন ভাবেই পৌঁছন বড়ো দায় হয়ে পড়েছে প্রতিটি ধীবরের ! মনের মধ্যে শুধু এই আর ফেরা হলো না! পশ্চিম আকাশে কালো মেঘের ঘনঘটা, আকাশের মুখ গুরু গম্ভীর হয়ে এসেছে। যখন তখন এলো এলো রব, মাঝির দল বেঁধেছে বুকে শীল! তব হাত সুগানের উপর শক্তপোক্ত পুরুষ জাতির সেই রাবনের হিম্মদ রাখার দায়, নৌকায় ষোলো আঠারো জন দলীয় জোটের কর্মীরা সবাই সবার। ছুটে চলে তিমির গতিতে নৌকা !⛵ পরান আর নাহি মোদের হৃদয় কুঠারে। তব ভাবিনু জলরাশি মাঝে,কেহ কাহাকেও বাঁচাতে আশান্বিত বৃথা তব জানু হারিনু ! চল চল চল মোদের গরীব ধীবর সমাজ চল –, আশায় চাষা বুক বেঁধেছে বাঁচিবার তরে, তরুণ অরুন বরুণ মাঝে বৃদ্ধের সমাগম । মোদের জীবন বাঁচাতে নয়,সহস্র জীবন বাঁচাতে এসেছি এই দৃশাহীন জল সমুদ্রের মাঝারে,,,,। ডুবিয়াছে কতো শত ধীবরের দল,লাশ খুঁজে পাইনাই সমুদ্র সৈকত কুলে ! ওঃ আজও ওরা জীবিত না মৃত কেহ কাহারো কথা রাখে না হৃদয়ে। থেকে যায় শুধু স্মৃতি গুলো বৃথা করি চেষ্টা ,,! তব হেরীনু হৃদয় মাঝে কড়া নাড়ে বারংবার।।
সমাপ্ত
