#বায়নাক্কা
#বায়নাক্কা
বৃষ্টি মানেই কিশোরীর
মন চঞ্চল দিন
বৃষ্টি মানেই জল থৈ থৈ
রাস্তা জন হীন।
কপাট খোলা দেখতে পেলেই,
তোমার ছাঁট ঢোকে;
দুড়দাড় করে অমনি ছুটি
ওই বাতায়ণ পথে।
বন্ধ করি জানলা কপাট
তোমার মুখের পরে,
ভিজিয়েছো যে আমার কপি
অশ্রু ঝরে পড়ে।
রাগ করেছো, আমি বুঝি
তোমার বহর দেখে;
শুধুই কেন ছিটাচ্ছো জল
সেটা ভাবো আগে।
অঝোর ধারায় ভিজতে যে চাই
বৃষ্টি তোমার সাথে;
সরলরেখায় নেমে আসো
ভিজবো পথে পথে।
