STORYMIRROR

DR.GAUTAM MANNA

Romance Action Thriller

3  

DR.GAUTAM MANNA

Romance Action Thriller

আমি-আমিইডাঃ গৌতম মান্না

আমি-আমিইডাঃ গৌতম মান্না

2 mins
203


প্রতি দিন আমার উপর দিয়ে বহু ট্রেন, মানুষ জন জামায়াত করে থাকেন। কিন্তু আমি কখনো আমার জায়গায় থেকে এক চুলও নড়বড়ে নই। প্রভাত পাতে সেই সূর্য উঠার পর আমাকে দেখতে লাগে কি দারুণ দেখতে। আমি সেই স্টেশনে পৌঁছোতে হলে আমাকে সবার প্রয়োজন। কত শত শত মানুষের ভিড়েও আমার নাম সবাই নেয়। আমার নামের পাশে সব সময় থাকে খড়গ। আমার এই মাথার উপর দিয়ে কতো মন্ত্রী, বিধায়ক, বিদেশীদের আনাগোনা আজও রয়েছে। আন্তর্জাতিক জায়গাতেই আমার নাম লাবন্য ময়ী হয়ে থেকে গিয়েছে। আমি, আমাকে খুব ভালো বাসি। তাই তো আমি, আমাকে নিয়ে চিরকাল ব্যস্ত হয়ে থাকি। কতো শত নায়ক, নায়িকা এসে করেন সবাই উপভোগ। বর্ষায় আমি চিরকাল মানুষের সেবায় নিয়োজিত। আবার শীতের সময় সবাই ঘুমিয়ে। আমিঃ চিরন্তন সত্য। তাই সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে বেশি কিছু করতে হয় না। যারা নিজেকে নিয়ে একদমই চিন্তা ভাবনা করে না! তাঁরা কখনো নিজেকে একটি সুনামের জায়গায় পৌঁছে দিতে হলে নিজেকে চিরকাল ভালো বাসতে হবে। এই ধর্ম চির জীবন সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা দূর্বিসহ ব্যাপার। আসুন সবাই মিলে নিজেকে নিয়ে একটু খানিক ব্যস্ত হয়ে পড়তে পারি কী না। ভারত মাতার পূজারী আমি। তাই তো এতো খানিক কদর আমার। আমাকে ফুঁড়ে কতো কিছুই নিয়েছো তোমরা। আমি কখনো করিনি প্রতিবাদ। আমায় নিয়ে করেছো তোমরা কতো ছেলে খেলা। আমার নাম নিতে মতো ভেদের প্রকার ভেদ! আমি তোমাদের কে সবচেয়ে বেশি ভালো বাসী। যুদ্ধের কামান থেকে যতো রকমের সাজসরঞ্জাম রেখেছ আমার বুকের উপর। সে দিন তো ভাবিনি তোমরা আমাকে করবে আঘাত। প্রতি হিংসায় জ্বলে মরছ তোমরা, আমাকে করেছ কালিমাক্ত। আমি তবুও নিজের কাছে চির অনড় থেকে গিয়েছি। আমাকে যারা বেসেছে ভালো, তারা কিছু নয় কিছু পেয়েছে। জীবিত কিংবা মৃত্যুর ওপারে গিয়ে। হারিয়ে গিয়েছে কুল, কখনো করিনি সবার জন্য ভুল ! না। সবাই যে আমাকে আপন করে মৃত্যুর শেষ ঠিকানায়। আমি কখনো হইনি ক্লান্ত, থেকে গিয়েছি চিরকালের চিরন্তন সত্য। আমি,আমিই থেকে গিয়েছি চিরকালের চির সভ্যতার ইতিহাসে সর্বাধিক পঠিত পটভূমির ইয়ং আপডেটেড জেনারেশন। আমায় নিয়ে করো খেলা,,, সবাই সবার মত্ততায় থাকে। ভাবে না আমার কষ্টের উপলদ্ধির উদ্বৃত্ত কথা। শোনার সময় হারিয়ে গিয়েছে! সময়কে দেয় যে তাড়া। ভাবুক কবির লেখায় থাকুক, আমার জীবন ইতিবৃত্তের রুপ কথা।


Rate this content
Log in

Similar bengali poem from Romance