শীত তোমাকে স্বাগত
শীত তোমাকে স্বাগত
শীতকে খুঁজি গাছের পাতায়
শীতকে খুঁজি মনে।
তোমার মাঝেও শীতকে পাই
কথার জবাব পাই না,
পাইনা যখন সময়ে।
শীতকে পাই ক্যালেন্ডারে
পঞ্জিকাতেও জানান দেবে।
আজকে পৌষ জানান দিচ্ছে
শীতে এসেছে মোদের ঘরে।
আসছে শীত যাবেও শীত
থাকবে না চিরকাল।
মনের মধ্যে তাই দেয় যে জানান
মাস পরে আসবে বসন্তকাল।
শীত তুমি যতই রাঙ্গাও
যতই তুমি করো আরষ্ট।
তবুও তুমি যে রঙিন
তুমি যে মনের প্রাণবন্ত।
এই পৃথিবী কালের চক্রে
ঘুরবে চিরকাল।
শীত তবুও তুমি পারবেনা ভাঙতে
আমার মনের বসন্তকাল।
