কবিতা --
কবিতা --
ঊনবিংশ শতাব্দীর দিগন্ত জোড়া ক্ষেত --
শূন্যে বাজে নিবিড় ভৈরবী
শিশির-সিক্ত ঘাসে মখমল ঘাসে
পা ফেলে ফেলে
হেঁটে যেত রূপকথারা
ঠাকুমা-দিদিমার হাত ধরে।
নব-জাগরণের প্রদীপ হাতে
ক'টি মাত্র নক্ষত্র
কুয়াশার আস্তরণ ভেদ করতে একান্ত প্রয়াসী।
তখন
একলা বাতায়নে বসে লিখেছিলে
'সবুজের অভিযান', ' আফ্রিকা' ...।
তোমার প্রয়াণের আশি বর্ষ পরেও
তোমার জ্বালা প্রদীপ
আজও সমুজ্জ্বল।
বৈশাখের উত্তপ্ত মৃত্তিকা
আজও সিক্ত হয় --
বাইশে শ্রাবণের অঝোর ধারায়।
