STORYMIRROR

Pranati Ghosh

Abstract Romance Others

3  

Pranati Ghosh

Abstract Romance Others

"জলছবি"

"জলছবি"

1 min
82


বৃষ্টি পড়ে মন-জানালায়, ভিজে যায় আনকোরা ভালোবাসার সারাজীবনের মাঠ।

আকাশের বৃষ্টিসুখ নৈবেদ্যের বরণডালা সাজায়,

আষাঢ়-সুখে ভেজে স্মৃতির বারান্দা, ভেজে চিরচেনা দর্পণ।

লাল নীল হলুদ রঙের অজস্র ফুলের থৈ থৈ এ....

যেন রঙীন বর্ণমালায় সজ্জিত কবির এক একটি কবিতা।


সারাটাদিন বাদল মেঘেদের সাথে সাথে...

হাতে গুনে নেওয়া জরতী বৃক্ষের বয়সের অবসর,

ফেলে আসা উন্মীলিত স্বপ্নগুলোর বহুমুখী উৎসব দ্যোতনার সরলতা কেমন!

       দুরন্ত মেঘকাজলে,ব্যপ্তিময় জলজ।


মুঠিভরা সাতরঙা আবেগের ছবি আঁকা জলছবি দেশের,

ইজেল..ভেজা তুলি তখনও অনির্বাণ চেতন..!

    নিখিলের উন্মুক্ত দরজায়।

বর্ষার করপুটে জবাকুসুমসংকাশ অঞ্জলি,অবেলার মুক্তিস্নান যেন...নীরব সংহত সাহজিক।


শ্রাবণের গানে অভ্যর্থনার স্বরলিপি আরও একটিবার মালহার বন্দিশ দিনান্তের শেষে....

আষাঢ়ের নিকট নির্বাসনে.....




Rate this content
Log in

Similar bengali poem from Abstract