Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Pranati Ghosh

Classics

3  

Pranati Ghosh

Classics

বেলাশেষে

বেলাশেষে

1 min
353


রিমিঝিমি বৃষ্টির কিঙ্কিণী বাজছে আদিগন্ত গোধূলি রঙের উৎসবলগ্নে..

উৎসর্জনের পরিপূর্ণ আয়োজন সম্পূর্ণতার...,তোমার আমার বেলাশেষে!


সারাটাদিনের ক্লান্তির পরে স্নান সমাপন তমঃকুসুমে..

চন্দনের শৃঙ্গার, গর্বিত পুষ্পমালা ,বিন্যস্ত পোষাক রঙিনতা।

এমনই তো কথা ছিল! সংবেদনশীল মেঘে ঢাকা আঁধার রোদ্দুর!


আঁধারনিয়মের অভিষেক আর একটা পথে পরিপূর্ণতার,

শূন্যস্বাধীনতায় বৃষ্টির রেণুমাখা গৈরিক শরীরের... আত্মলীন সন্ন্যাস পরিভ্রমণ।

আমাদের মৃ্ত্যুফুল চিনে নেওয়া নিশীথ কুসুমে...

অজস্র বধির প্রশ্ন সঙ্গীহীন পথহারা অবিরত জলধারায়।


হে প্রভু! এমনই তো কথা ছিল বিজনতার উদযাপন অগ্নিশিখায়!...আমাদের বেলাশেষে!


Rate this content
Log in

More bengali poem from Pranati Ghosh

Similar bengali poem from Classics