STORYMIRROR

Pranati Ghosh

Abstract Tragedy Fantasy

3  

Pranati Ghosh

Abstract Tragedy Fantasy

খোলা দরজা

খোলা দরজা

1 min
739


কোথায় সেই খোলা দরজার ঐকান্তিক প্রবেশ দ্বার!

যেখানে ধুলো ওড়া বিকেলের আলো গলে গলে পড়ে!

মাধুরী মেশানো বল্কলহীন হাওয়ার হাসি কাঁপিয়ে যায়

 হলুদ পর্দার জমে থাকা অভিমানের বাসি আঁচল!


সে দরজা আজ আর খুঁজে পাই না নির্নিমেষ চাহনিতে,

সময়ভুলোনো ঢেউয়ের গর্জনে হেরে যাওয়া স্মৃতি..!

প্রবেশ অনুমতির অপেক্ষায় ঝাকা নিয়ে দাঁড়ায়,

মন-হরকরার ডাক শুনবে বলে অধীর চাহনিতে অপলক।


কত মানুষ, কত না পরিজন, কত না খেলাঘর বাঁধা,

 কত না বিচ্ছিন্ন ছেঁড়া সুতোর বুনট হাহাকার।

সবকিছু সাক্ষী থাকে ঘুনধরা কপাটের মনের ভেতর, 

জং ধরা হাতলের উথলে আসা চোখের জলে।


দরজাটা আগলহীন থাকে যুগের পর যুগ,

ভোরের কুয়াশামাখা সহজ গন্ধ নিতে চায় শীতঋতুর।

হতে চায় বর্ষার নবীনবরণ উৎসবের ব্যস্ত কুশীলব, 

এরই মাঝে আকাশের চিলওড়া হেমন্ত এসে দাঁড়ায় নির্বাক নিশ্চুপ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract