নিরুদ্দেশ
নিরুদ্দেশ


প্রতিটা ঘুমের ভিতর স্বপ্নের সাঁকো থাকে না,
থাকে না বিশ ফুট নিচে বয়ে যাওয়া পাথুরে নদীটার বৈভব।
ত্রয়োদশী চাঁদের ভালোবাসাও বদলে যায় রংরুটের বসন্তে,
রক্তপলাশ কখন যেন সীমা বাঁধে স্বপ্নের মহফিলে!
একলা নদীর জলে সংলাপী সেতারে বেহাগ বাজে,
রক্তাক্ত আঙুল দিশেহারা, আরোহ অবরোহ বোঝে না সপ্তক।
হলুদ অভিমান আরও জলভেজা,যেন সিক্ততার উদাসী কাগজ।
জিন্দেগী উদারা মুদারায় ফিরে আসতে চায় বারবার,
স্বপ্নের গভীরতা হাঁক পাড়ে কেবলই শান্ততার জলে ফিরবার।
একটিবার পা ভেজাবার জলসুখ,তবুও কিন্তু দারিদ্র্যময়! রজনীর চৌকাঠে অনিবার্য নির্জনতার আঁধার।
নিশ্চেতনার চেতনার ভেতর চুপচাপ এক চির অচেনা অস্তিত্ব।
যেখানে নদীটা কবেই নিরুদ্দেশ.......!!!!