STORYMIRROR

Pranati Ghosh

Others

3  

Pranati Ghosh

Others

নীরব ভ্রমণ

নীরব ভ্রমণ

1 min
286


জীবনকে ছুঁয়ে দেখবার ইচ্ছেতে একটা অলিখিত পাথুরে নদীর ছবি আঁকলাম একদম নির্জনতার।

যে নির্জনতায় বাঁধনের শব্দগুলো মিত্রাক্ষর মানে না, মানে না উপলের ভেঙে যাওয়ার আক্ষেপ।


ছুঁয়ে দেখার যে লিপ্সা প্রতিটি জন্মান্তরের আনাচে কানাচে!

সেখানে বিশ্রান্তির এক কোমল বসতি সম্পন্ন নির্বাক।

সে কী ছিল! কেউ কী ছিল! পাড়ভাঙা অন্ধ কোলাহলের দুধারে!


এই বেশ ভালো নদীসুখ চিরচেনার মাঝে অচেনার পাড়িটুকু নিঃস্ব উপস্থিতি সন্ধ্যার।

যেখানে জীবন তার ছবি আঁকে নির্জনে ক্রম অপসৃয়মান

তাই বুঝি হয় চিরকালের এক নীরব ভ্রমণ,

বিস্তৃত নিমগ্ন স্রোতের প্রস্তাবে অকম্পিত আজীবনের।



Rate this content
Log in