#FreeIndia'এ কেমন স্বাধীনতা'
#FreeIndia'এ কেমন স্বাধীনতা'


এ কেমন স্বাধীনতা!
আজ এ পোড়া চোখে
জল টলটল ,লেপটে থাকা বিছানায়;
অশীতিপর এক স্বদেশপ্রেমী বৃদ্ধের।
দেশের স্বাধীনতায় তাঁর নিঃস্বার্থ সংগ্রাম,
কেউ মনে রাখে নি।
থরে থরে সাজানো কৃতিত্বের স্মারকগুলো;
উপহাসে তাকে জর্জরিত করে।
ভুলেছে তাকে দেশ, ভুলেছে তাকে জাতি।
এখন তাঁর অভুক্ত কান্নারা, নীরবে
পলেস্তরা খসা অভিজ্ঞতার দেওয়ালে;
চোখের জলে বেদনার দাগ দিয়ে যায়।
এ কেমন স্বাধীনতা!!
আজও হাজার মায়ের চোখের জল;
হিংসার নোনা জলে মিশে যায়।
আজও হাজার শিশুর শৈশবের আঙিনা;
বিবস্ত্র অশৌচের নর্দমার পাঁক।
জীবনের নদী আজ মরুভূমি।
স্নেহশীতল বিবেক বিশ্বাসের মরুদ্যানে;
অবিশ্বাসের তীব্রতর জটিল মরীচিকা।
অবসন্ন দেশপ্রেমীর দারিদ্রের শয্যায় এখন,
অভিমানী স্বেদের হাহাকার।
এ কেমন স্বাধীনতা!!
আজও অনাহারে মৃত্যুর মিছিল কি অক্লেশে!
ধ্বজা ওড়ে, রাজপথে বিলাসিতার মিছিল;
রঙ-বেরঙের বাগ্মিতার অঙ্গীকার;
মিথ্যা ঔদার্যের চাকচিক্যের মুখোশ।
অবসন্ন বৃদ্ধের নিশ্চল হাতে বেদনাতুর দেশপতাকা।
প্রশ্ন তাঁর চোখে, জিজ্ঞাসা তাঁর অস্ফুট ঠোঁটে।
কেন নয় উদযাপন প্রতিটি দিন..,
মানবতার স্বাধীনতার উৎসব?
কেন নয় বিশ্বাসের উৎসব?
কেন নয় সততার উৎসব?
জলভরা বৃদ্ধের চোখে আজও যে উত্তরহীন
হাজারো প্রশ্নের ভিড়।