Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Pranati Ghosh

Fantasy Inspirational Children

3  

Pranati Ghosh

Fantasy Inspirational Children

শিউলি সকাল

শিউলি সকাল

1 min
253



শরৎ আসে আগমনী উৎসবের সম্ভার নিয়ে প্রতি বছর,

অপু দুর্গার কাশের বনে হিন্দোলিত নিশ্চেষ্ট স্থবির জড়।


বাঙালীর প্রাণের উৎসব যেন হীরক রোদ্দুরে একাকার,

যত দুঃখ বিষাদ ভাসিয়ে দিয়ে সুখটুকু খোঁজা সবাকার।


নীলাভ আকাশে আজও আছে শরতের মেঘ মেখলা,

হাওয়ার আঁচলে ভেসে আসা না বলা কত কথা বলা।


মনের ভেতর চাপা দুঃখ জেনেও একটু ক্ষণের গন্ধসুখ,

শুভ্র কাশফুলের সুবাস যেন ভুলিয়ে দেওয়া বিধুর দুখ।


আবার এলো একটা বছর আগমনী উৎসব আনন্দীর,

প্রাণের মঙ্গল মন কুশলে আবার পাওয়া, ক্ষণ জলধির।


মৃন্ময়ী মায়ের করপুটে জাগুক চিন্ময়ী মায়ের আশীর্বাদ,

দূর হয়ে যাক যত আবিলতা, বিষাদী কান্নার ফরিয়াদ।


পৃথিবীর এই অসুখ থাকবে না আর মুছে যাবে ক্রন্দন,

আমরা দেখবো শিউলি সকাল,ভৈরবী রাগের নন্দন।



Rate this content
Log in

More bengali poem from Pranati Ghosh

Similar bengali poem from Fantasy