জীবন গল্প
জীবন গল্প
*জীবনগল্প*
*সুনন্দা চক্রবর্তী*
যেদিন সফল হবো, সেদিন শোনাবো তোমায়, আমার ব্যর্থতার গল্প ।
কিছুটা পড়ার পর তুমিও সবার মতোই ভাববে আমায় দোষী ।
গল্পের মাঝ অব্দি যাওয়ার পর মনে হবে তোমার ভাগ্য আমার ফুটা ।
শেষের আগে এসে ভাববে আমার হয়তো পরিস্থিতিটায় খারাপ ।
কিন্তু একদম শেষ অব্দি পড়লে বুঝবে আমি আসলে কতটা অভাগী ।
সফলতা আমার সাথে লুকোচুরি খেলেছে দিনের পর দিন ।
আমি ধরতে চেয়েছি তাকে, দেইনি ধরা ইচ্ছে করেই হয়তো ।
#Thetalkativesun
