ঝড়
ঝড়


কবির ছবিতে রজনীগন্ধা
ধুপের ধোঁয়ায় স্মরণ বরণ
অশ্রু ধোয়া গজল সুরে
বাজছে বাঁশী
আকাশে চাপা ঈদের খুশি ।।
এক সাগর দানব করছে ধ্বংস
ফেলছে দেওয়াল নদীবাঁধ যত ।
নোনাজলে ভাসছে মানুষ
মরা পশু দেহ ।।
উপড়েছে কত বটবৃক্ষ
শিকড় নিয়ে ভূমির পরে ।
একটু দোয়া ত্রাণের জন্য
আল্লা পানে ।।
সুন্দরবন
মুড়িয়ে খেলো সাগর দানব ।
ধুয়ে মুছে দিয়ে ম্যানগ্রোভ বন
খেললো খেলা হু-হুঙ্কারে ।।
ছবির ফ্রেমে বন্দী রেখে
বিদ্রোহী কবি,
সাগর দানব নষ্ট করলো
বঙ্গভূমি ।।