STORYMIRROR

Amaresh Biswas

Romance Classics

3  

Amaresh Biswas

Romance Classics

জেনে রাখ ভালবাসা

জেনে রাখ ভালবাসা

1 min
678

সেদিনও তুমি ছিলে আজও আছ তুমি

তাইতো কত নিদাঘের দাবদাহ

সইতে পেরেছি হাসিমুখে

জীবনটা হয়ে যায়নি মরুভূমি।

তুমি আমাকে চেনো কি চেনো না

সে কথা জানা নেই ভালবাসা

আমি বেশ জানি এই কথা

তোমাকে ছাড়া আমার জীবন অস্তিত্বহীন।

যেদিন মাতৃ গর্ভে ভ্রূণ হয়ে আবির্ভূত হয়েছিলাম

সেদিন থেকে তোমাকে চুটিয়ে করছি উপভোগ 

আজ তোমাকে ছাড়া এক মুহূর্ত চলে না আমার।

মনে হয় তোমার আকর্ষণ 

মধ্যাকর্ষণের চেয়েও অধিক তীব্রতর

তাই নিত্য আবর্তিত হই তোমার চতুর্দিকে

সেই আকর্ষণকে উপেক্ষা করার সাধ্য নেই জেনো।

কখনো আমার হৃদয়ে খরা দেখা দিলে

সজীব করে তুলেছ স্নেহ মমতার স্পর্শে

হারিয়ে যেতে দাওনি নিয়তির গহ্বরে।

তাই যদি সব ভুলে যাই কোনদিন

জানবে সেদিনও বিস্মৃত হব না তোমাকে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance