জেহাদ
জেহাদ


আর কত বুলেটের সুলুকসন্ধান হবে আমার এ বুকে
আর কত মৃত ঘোড়া আগলে রাখবে একা আমাদের শব?
পৃথিবীর সবকোণে লুকিয়ে রেখেছ যত কোরান ও গীতা
পারলে হিসেব নিও কটা শ্লোকে লেখা আছে আমার পরব।
পেরিয়ে এসেছি যত, তার চেয়ে বেশি বাকি রাজপথ হাঁটা
কত অস্ত্র বুনে নেবে অচেনা জঞ্জাল থেকে বিপরীত ঘর
আসলে নিহত নয়, নয় কেউ সংজ্ঞাহীন বিচলিত দেহ
তোমার গ্রেনেড শুধু আহ্লাদে বিছিয়ে রাখে নিখুঁত কবর
খুলে রাখো অস্ত্রাগার, কুড়নো কাগজে আঁকো নকশা অনেক
কখনো আড়াল থেকে অনায়াসে ছিঁড়ে নাও সীমান্তের তার
যখনই জেহাদ নামে আবার ছড়িয়ে দেবে মৃত রক্তবীজ
আমার পোশাক নয়, আসলে রঙিন হবে মন্দির-মাজার।