STORYMIRROR

Kausik Chakraborty

Classics

3  

Kausik Chakraborty

Classics

ইচ্ছে

ইচ্ছে

1 min
585


যদিও ইচ্ছে ছিল বইবার, কিছু স্বরলিপি

পৃথিবীর চারদিকে সীমারেখা আঁকি নি কখনো,

সাধ হয় অক্ষরে বুনে যেতে স্বাধীনতা বীজ

বিছানার বঁড়শিতে ঘরে ঘরে ফতোয়া ঝোলানো।


মাছেদের দেহমোড়া সেলোফিন, তারই মন্তাজ

সেই রঙে বাঁধা যায় ইচ্ছের হাত, চারকোণে,

তবু তো মিথ্যে নয়, শোক নেই দিনগুলো ঘিরে

প্রতিলিপি আছে জমা, আধপোড়া ঘন কার্বনে।


কেউ তাতে উঁকি দেয়, কেউ শুধু ছুঁয়ে যায় মাথা

আজও কোনো বেডশিট প্রমান রেখেছে মন জুড়ে, 

আমার ইচ্ছেগুলো মাছেদের দিয়ে যাবো ভাবি 

সকালটা তুলে রাখি পাতাভেজা বাসি রোদ্দুরে। 


গোষ্ঠীর চিৎকারে লুকিয়ে আকাশ দেখা দায়

আগন্তুকের মতো ইচ্ছের জন্মটা দিয়ে.

লিখেছি খাদের কথা, ডাইরির পাতা প্রাক্তন 

কারণ ইচ্ছেগুলো পাহাড়েই রেখেছি জমিয়ে।


হয়তো কখনো খুব সস্তায় মিলবে সে জমি 

কালোরং মেখে নিতে লাগবেনা কোনো অনুমতি,

আবার সকাল হবে, নিলামে উঠবে সেই দিন 

ইচ্ছেরা বেঁচে থাক, যদিবা ঘুমোয় নেই ক্ষতি।


Rate this content
Log in

Similar bengali poem from Classics