হিংস্র দানব
হিংস্র দানব
তুমি যখন কষ্টে থাকো আমায় ভাবো নীরো,
হিংস্র কোন দানব যার মানবিকতা জিরো (০)।
আমি কিন্তু ছাদে বসে বাজাই নাকো বীণা ,
বীণা বীণাপাণির বাদন নয় অনুভূতিহীনা ।
হয়তো তোমায় দুঃখ দিয়ে ভালোই লাগে মোর,
কারণ যদি বুঝতে; তোমার কাটত ঘুমের ঘোর ।
ইচ্ছে করেই কর ব্যভিচার পরপুরুষে ভক্তি ,
নপুংসক পতি ছেড়ে সপুংসকে আসক্তি ।
সকল ফুলে হয় না পূজা, ফলে না যে ফল,
তাই বলে কি ব্রাত্য গোলাপ প্রেমের শতদল?
তোমার জন্য হিজড়ে আমি জন্ম বৃহন্নলা,
তাই তো বোধগম্য নয় তোমার ছলাকলা ।
আমার নিকট পেত্নী তুমি, প্রেতমানবী যেন,
হিংস্র দানব রাজার রাজা অরাজক এত কেন?
এর সাথে তারে যুদ্ধে জড়ায় সত্য প্রতিষ্ঠায় ,
আজ কেন সে মুক ও বধির প্রতিষ্ঠিতে নিষ্ঠায়?
