হারিয়ে যাওয়া
হারিয়ে যাওয়া
মনে পড়ে সেই দিন, সেই মুহূর্ত
হারিয়ে যাওয়ার সেই ক্ষণ, সেই সময়।
জানালার ধারে, ফুরফুরে বাতাসে
ঝগড়া -কোলাহলে চিত্ত মোর ভাসে।
চক- ডাস্টার-ব্ল্যাকবোর্ডের স্নিগ্ধ স্পর্শ,
উঁকি মেরে বার বার ডাকে
একদিন যাদের এড়িয়ে যেতাম নানা ভঙ্গির অজুহাতে।
আবেগময় মুহূর্ত ছিল, ওই স্কুল বাড়িকে ঘিরে
পড়ার ফাঁকে, word making-কাটাকুটির সভা বসত, রঙ্গ- তামাশার ভিড়ে!!
ক্লাসরুমে সাজানো থাকতো বেঞ্চের সারি
কিচ-মিচিয়ে দলে-দলে বসত ভারি।।
তারপর তো আছেই,
বেঞ্চের ফাস্ট এ বসার বড়াই
মজার ঘটনা ছিল,সেই মুহূর্তে
ইতিহাসে ইতি-গজ,ভূগোলে -গোল
এই দুটি বিষয়ে স্ব-দলবলে করতাম গন্ডগোল!!
গণিতের সূত্রের জেরে হতাম কুপোকাত
জৈব -রসায়নে, বিক্রিয়ার ধোঁয়াশায়
মস্তিষ্কের কোষ পিছলে যেত নির্ঘাত।।
পদার্থবিজ্ঞানে,প্রমাণের চাপে পিষে যেতাম আমি
চার্লস-বয়েল-নিউটন প্রমূখ বিজ্ঞানীর সূত্রের মাহাত্ম্যে নিজেকে অপদার্থ ভাবি!!
মনে পড়ে,
ক্লাস শেষের অপেক্ষার সময় গুনতাম ,
বেল কানে বাজতেই সব ডাক অগ্রাহ্য করে
এদিক-ওদিক ছুটতাম।।
এরপর,
চলত ক্যান্টিনে দাঁড়ানোর লড়াই
টিফিনে মৌমাছির দল ভিড় জমাতো,
ফুচকা-মসলা মুড়ির দোকানে
কাব্যের ছন্দের দাগ কাটে নানা স্মৃতির জোয়ারে।
সবশেষে,
স্কুল ছাড়ার সময় আসন্ন
মন ভারি বিষন্ন
হাসি-কান্নার নানা স্মৃতিতে সাজানো
তাসের ঘর মুহূর্তেই উড়ে যায়
ইউনিফর্মের ছোঁয়ায় চোখের কোণে জল এসে যায়।
এইতো জীবন ,
অতীতকে ভুলে চিরাচরিত প্রবাহে এগিয়ে যেতে হয়।
