STORYMIRROR

Ahana Pradhan

Tragedy Classics Children

3  

Ahana Pradhan

Tragedy Classics Children

হারানো সুর

হারানো সুর

1 min
449

পদ্মদীঘির কুচকুচে ঘন কালো মেঝেখানা,

কচুরিপানার ওড়না পরে জংলাবরণ সাজ,

ফুটফুটে সব টুকটুকে রাঙা পদ্ম মেলে ডানা,

ফুরফুরে হাওয়া, জলের পিঠে তিরতিরানো ভাঁজ।


গভীর দীঘির সবুজ শানে চড়া মেজাজ নিয়ে

ডাগর কায়ার সুয্যিমামা হুটপুটিয়ে এসে

কুসুম কুসুম রং ছিটিয়ে আকাশ বানায় গিয়ে,

হাঁপিয়ে গিয়ে টুপ করে ডুব দিলো ঘুমের দেশে।


ঈশান কোণে ঘুটঘুটে মেঘ, সূয্যি গেছে পাটে,

পদ্মবনের গলা জড়িয়ে রকম রকম ফুল,

হেথায় এখন খুকুর আসার কথা দীঘির ঘাটে,

কলসি কাঁখে, হাঁটুর নীচে খেলছে ঘন চুল।


.


নতুন যুগের খুকুর সময় লেখাপড়ায় কাটে,

সঙ্গে আছে আঁকা-জোকা, অনেকরকম ক্লাস!

পদ্মদীঘি বুজিয়ে তোলা আকাশছোঁয়া ফ্ল্যাটে

আরাম ঘরের মধ্যে খুকুর মনখারাপের বাস।


খুকুমনির ইচ্ছা বড়োই, জল আনতে যাবে,

কালচে পড়া শ্যাওলা পিছল পদ্মদীঘির ধারে।

বৃষ্টি এলে ভিজবে সেথায়, শীতল কাঁপন পাবে,

সাঁতরাবে ওই কালো জলে ঝাঁপ দিয়ে দূর পাড়ে।


বইখাতাতে খুকুর বিশেষ মন লাগেনা, জানো;

জলজ্যান্ত পদ্মদীঘি গোপন স্বপন তার।

ইঁদুর দৌড়ের বাঁধন ভীষণ, শক্ত পড়াশুনো,

খুকুমণি জল আনতে যায়না এখন আর।



સામગ્રીને રેટ આપો
લોગિન

Similar bengali poem from Tragedy