হাইওয়ে
হাইওয়ে
নীল নীল হাতে সজ্জা সাজাই ধ্বনি
নির্গত শুধু অযাচিত হর্মোনই
গলা দিয়ে ঢালা যেকোনো বিষের শখ
তদন্ত শেষে বেঁচেছিল হেমলক
বেড়া বাঁধাবাঁধি, পিছনে শরীর ঠেস
সাপোর্ট আসেনি ওরফে দেশবিদেশ
চাঁদের মাটিতে যেকটি ট্যুরিস্ট স্পট
রিজার্ভেশনে উইকেন্ড, যানজট
হেলিকপ্টারে নেমেছে অঢেল ত্রাণ
সকলের তবু হাজমোলা সন্ধান
চেটেপুটে হাত ফিরে গেছে আধা সেনা
পাইলট সিটে কেউ এসে বসছেনা
নীল নীল হাতে সজ্জা সাজাই লোভী
অনুভবে ছিল সেই প্রিয় বান্ধবী
চন্দ্রাভিযানে এনরোল করা নাম
জ্যোৎস্নার শেষে হাইওয়ে খুঁজতাম
