STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Fantasy Others

3  

Kausik Chakraborty

Abstract Fantasy Others

গুনে রাখা পাপড়ি

গুনে রাখা পাপড়ি

1 min
313


পিঠে মোলায়েম দাগ, বুকে রাখা অমিয়-গোলাপ

অসময়ে ছিঁটেফোঁটা উবে যাচ্ছে সময় গোধূলি  

বিষপান ক্ষতিকর, ক্ষতি যত হয়ে যাচ্ছে হোক

আমিও খুঁজে নিই একা সে-সকল নির্বিকল্প ছাপ


গাঢ় চুল মায়ারঙে বেঁধে দিচ্ছ অবাধ প্রশ্রয়ে

পরাগ আড়ালে ঢেউ, বাগানের উপকন্ঠ ঘেরা

শুনশান পালনক্রিয়া বিপত্নীক আমার আত্মার

শোধন হবেনা জানি বিনা সেই বিজাতীয় ক্ষয়ে


অমানিশা ঘোর নিধি, উন্মুখ জড়ানো পার্শ্ব-ভিত

তার মধ্যে স্বপ্ন পুঁতে ছুঁড়ে দেওয়া অগুরু-চন্দন

যে নদী প্রসূতি হয়, তার দিকে তাকানো নিষেধ 

কারণ তারাও পরবাস ফেরা আজান সংগীত 


লাল মাঠে চিরদিন যেভাবে বসন্ত আঁকা যায়

অশালীন নয় কিছু, ঘুরেফিরে অশনিসংকেত 

প্রেমের কৌমুদী থেকে অষ্টক-ষটক ব্রতচারী 

আমার আনত চোখে নৈবেদ্য ও কাঁসর সাজায়


Rate this content
Log in

Similar bengali poem from Abstract