গঙ্গাসাগর স্নান-৩
গঙ্গাসাগর স্নান-৩
কপিল মুনির আশ্রমে ঠাঁই দেবে কী?
জানি, চলমান প্রক্রিয়ায় শুধুই পাপের বোঝায় ঋদ্ধ আমিত্ব;
ঈশ্বর অপার করুণাময়, এখনও অস্তিত্বের আস্তানায় রুদ্র সংহার দেখায়নি!
সেই স্পর্ধাকে হৃদয়বন্দী ক'রে তোমার দুয়ারে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে,
আশীর্বাদের হাতটি সরিয়ে ফেলো না বিশ্বাসের ডায়েরি থেকে;
জীবনযাত্রার আঙিনায় নতজানু হয়ে প্রশ্রয় ভিখারি আমি,
আবারও সমুদ্রের স্বচ্ছ ফেনিল জলরাশির মাঝে ঋণী হতে চাই,
এবারও ফিরিয়ে দিও না এই পুণ্য সন্ধিক্ষণে।