STORYMIRROR

Subrata Nandi

Inspirational

2  

Subrata Nandi

Inspirational

গঙ্গাসাগর স্নান-৩

গঙ্গাসাগর স্নান-৩

1 min
377

কপিল মুনির আশ্রমে ঠাঁই দেবে কী?

জানি, চলমান প্রক্রিয়ায় শুধুই পাপের বোঝায় ঋদ্ধ আমিত্ব;

ঈশ্বর অপার করুণাময়, এখনও অস্তিত্বের আস্তানায় রুদ্র সংহার দেখায়নি!

সেই স্পর্ধাকে হৃদয়বন্দী ক'রে তোমার দুয়ারে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে,

আশীর্বাদের হাতটি সরিয়ে ফেলো না বিশ্বাসের ডায়েরি থেকে;

জীবনযাত্রার আঙিনায় নতজানু হয়ে প্রশ্রয় ভিখারি আমি,

আবারও সমুদ্রের স্বচ্ছ ফেনিল জলরাশির মাঝে ঋণী হতে চাই,

এবারও ফিরিয়ে দিও না এই পুণ্য সন্ধিক্ষণে।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational