STORYMIRROR

Eva Paul

Romance Tragedy Fantasy

3  

Eva Paul

Romance Tragedy Fantasy

গল্পটা এভাবেই বাঁচুক

গল্পটা এভাবেই বাঁচুক

1 min
36

চেয়েছিলে অনেকটাই, আমি দেবো বলে হাতড়েছি,

কেঁদেছি এই ভেবে কেনো দিতে পারছি না!

অবাক বিস্ময়ে চেয়ে থেকেছো আমার দিকে,

করেছো তিরস্কার, যেন কত না ভুল আমি করেছি।


তোমার চাওয়ার কোনো বাঁধন ছিল না, ছিল না গভীরতা সম্পর্কের,

সাবধানী আমি,পোড় খাওয়া, ভীতু মেয়ে

অভাবের সংসারে একমাত্র শিখা

কেমনে দিতাম তোমায়, কি ছিল দেওয়ার,পারিনি করতে উজার।


তুমি চলে গিয়েছিলে, ত্যাগ করেছিলে এই সামান্য মেয়েটিকে,ভীষণ রাগে।

বলতে ' প্রেমের সম্পর্ক ' নাকি ছিল

বলতে সম্পর্কে ' বিশ্বাস 'টাই বড়

তবুও সবই ভুলে ছিলে, তাকাওনি একবারও যাওয়ার আগে।


আমার জেদ আমার মনে বহুকষ্টে লালিত হয়, গরীবের জেদ

সম্মান রক্ষার জেদ, যেটুকু সম্বল;

তাই আটকাইনি তোমায়

যেখানে গেলে তোমার চাহিদা মিটবে,যাও সেখানেই,নেই খেদ।


পাওয়া-না পাওয়া,ঘৃণা-ভালোবাসা, বিশ্বাস-অবিশ্বাস, 

এই সমস্তকিছুই ভরিয়ে দিক আমাদের উপন্যাস।

শুধু বুকমার্কে থাকুক সেই পর্বের পাতাগুলো,

যেখানে সদ্য প্রস্ফুটিত তোমার আমার প্রেম ছিল।


খারাপ টা ধরা দিক না একটা দুর্ঘটনা হয়ে;

প্রেমের উষ্ণতা না হয় ঐ গল্পেই বাড়ুক 

তোমার আমার গল্পটা এভাবেই বাঁচুক।।



Rate this content
Log in

Similar bengali poem from Romance