দেওয়ালেরও কান আছে
দেওয়ালেরও কান আছে


চুপচাপ , ফিসফাস , যত করো খুসখাস মজলিস
যত করো চর্চা , আলোচনা , পলিটিক্স ,
মনের ভাব মনেতে ধরে রাখা যায় না , বুঝি তাই বলো তাকে, যাকে চাও বলতে ,
অন্যরা ব্রাত্য , শুধু সেই শুনবে, দরজাতে খিল দিয়ে , মশগুল চিন্তাতে !
মাঝেমাঝে স্বরটাকে একটু নামিয়ে নিয়ে , হাত নেড়ে বোঝানো ,
আকারে ইঙ্গিতে সিনেমাটা ঠিক যেন ।
ধরা তুমি দেবে না, হয়রানি চাওনা , রাতেও ঘুম নেই, নষ্টও দিনটা ,
গুর গুর পেট করে , হজমে অস্বস্তি , সোয়াস্তি পেলে করে এক ঝাঁক নিন্দা ।
পর্দাটা দাও টেনে , ছিটকিনি আঁটকে
ভয়ে ভয়ে বসো কাছে , যদি কেউ শোনে পাছে !
এতো ভয়ে ভীত তুমি, হয়েছ যে "নিন্দুক"
ভুলেছ সে বাণীখানি "দেওয়ালেরও কান আছে" ।