The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

Eva Paul

Romance Fantasy

3  

Eva Paul

Romance Fantasy

অবেলা

অবেলা

1 min
140


বেলা আর নেই, তাই অবেলাতেই লিখছি ,

তোমার উদ্দেশ্যে আমার চিঠিখানি ;

কেমন আছো ' আকাশ 'কে ভালোবেসে ?


শুধুই রামধ্নুকে দিয়েছিলে মন আর প্রাণ রঙ্গিন পাখিটাকে ,

কালো মেঘের দিকে তাকাওনি পর্যন্ত, তুমি চোখ বন্ধ করেছিলে ;

এই মেঘলা বিকেলে দেখছি! বেলা আর নেই তাই অবেলাতেই লিখছি ।


ভুলেছিলে শব্দ করে অঝোর শ্রাবণও ঐ আকাশ থেকেই ঝরে ,

মেঘের বিদ্যুৎও চমকায় , তুমি কান বন্ধ করেছিলে ;

আজও কি বদলাওনি? তোমার উদ্দেশ্যে আমার চিঠিখানি ।


একটা বাসা তৈরি করেছিলাম, আমার স্থায়ী ভালোবাসা দিয়ে ,

তুমি অস্থায়ী ঠিকানা খুঁজছিলে , কারণ জানতে পারিনি , মুখ বন্ধ করেছিলে ;

তাই প্রশ্ন করি মন্দ আবেশে ! কেমন আছো ঐ "রঙ্গিন-আকাশ"কে ভালোবেসে ?



Rate this content
Log in

More bengali poem from Eva Paul

Similar bengali poem from Romance