দেখতো চিনতে পারো কিনা
দেখতো চিনতে পারো কিনা


হ্যাঁ, এই কৃষ্ণচূড়ার নীচেই তো ছিলে অপেক্ষায়
যেদিন দুপুরবেলা আমার পৌঁছতে দেরী হয়েছিল
অধৈর্য হয়ে তুমি ঘুমিয়ে পড়েছিলে এই শীতল ছায়ায়
বড্ড হেসেছিলাম,---
মনে পরে, সেদিনও রাতে ঘুম হয়নি,চিন্তায়, বেঘোরে
কারণ, সম্বন্ধের বিয়েতে মত দিইনি
ছিলাম সকলের ' কুনজরে '
বড্ড কেঁদেছিলাম,---
কাছের সম্পর্কগুলো একে একে ছেড়ে গিয়েছিল আমায়
নির্দ্বিধায় বসেছিলাম বারান্দায়
সেদিনও সাহসে পড়েনি ছেদ,
সবাই দেখেছিল আমার " জেদ "
বড্ড একগুঁয়ে ছিলাম,---
একা বাঁচার লড়াই আমি করেছি চিরকাল, হারিনি
তাইতো যখন বিয়ে করোনি আমায়, কাঁদিনি।
বুঝেছি অনেক আগেই, যখন চিঠির জবাব পাইনি
মন ছিল বড্ড সোজা, তাই দোষারোপ করিনি।
ভেবেছি অফিসে, বড্ড ব্যস্ত তুমি
ঠিক আসবে উত্তর, আর কটা দিন গুনি!
কিন্তু সেই দিন জমে জমে আজ দশ বছর
অপেক্ষারাও বিদায় নিয়েছে অতঃপর !
তোমার এই প্রাক্তন প্রেমিকা, আজ বদলেছে অনেক
দশ বছরে গোটা দুনিয়া ফেলেছে চিনে
একা কেঁদেছে, একা হেসেছে, একা মরেছে জরাজীর্ণে।
তাইতো শিখে গেছে, লড়াই, একা বাঁচার
সে এখন অচেনা এক মেয়ে, পুষেছে অহংকার।
তাই যদি পথ ভুলে আবার,
কোনোদিন ইতিহাসে খুঁজে পাও জীবনের দোটানা
যদি আবারও ভাঙতে পারো নিজকে
ভীষণ আগ্রহে বলবো : দেখতো চিনতে পারো কিনা?