এমনটা গল্পে হয়
এমনটা গল্পে হয়


এমনটা যে গল্পে কখনো হবে , ভাবিনি! তুমি ফিরলে ;
সেই পুরনো রূপে নয়, আমাকে অবাক করে, নতুন বেশে ।
এ বেশ কাঙালের , এ বেশ করুণ নিঃস্ব আত্মার , পরিপূর্ণ চোখের জলে ।
আমিতো তোমাকে বলেছিলাম , "ভালো থেকো ";
ছেড়ে যাওয়ার শেষ মুহূর্তেও মুখে হাসি ছিল ,
কষ্টটা মনের দরজার ভেতরে বসে কেঁদেছিল শুধু ।
তবে কেন আজ তুমি ফুরিয়ে যাওয়ার শেষের ধাপে পা রাখো ?
আমিতো তোমাকে বলেছিলাম , "গল্পের উপসংহার বদলে দিয়েছি ";
চোখে আমার নতুন লাইনের ঝলক ছিল ,
মাথায় ঘুরছিল সেই একই প্রেম-বিরহ ;
তবে কেন আজ গল্পকে উপন্যাসে পরিণত করতে চাও ? আমিতো শেষটা অনেক আগেই দেখেছি !
এলেই যখন এই মূর্ত রূপ ত্যাগ করো ;
হয়তো গৃহীত হবে না আগের মতো ,
তবুও চাইবো বাঁচো তুমি উপন্যাসে নয় গল্পে ,
তোমার পছন্দেই, নিজের মতো ।।