STORYMIRROR

Sipra Debnath

Classics Fantasy Inspirational

3  

Sipra Debnath

Classics Fantasy Inspirational

এসো শান্তি

এসো শান্তি

1 min
177


প্রতিটি ছায়ায় বৃক্ষের পাতায় পাতায়

সূর্যাস্তের মায়া মাখা,

কি যেন একটা ব্যথায়

গাছেদের হেলুনি দুলুনি নিস্তব্ধ প্রায়।

জীবনতো নদীর প্রবাহ 

সে থামতে চায় না

তবুও একদিন শেষ হয় সকল মোহ।

পলাতক হয়ে পালাবে? কোথায়?

ঢের ভাল নয় কি যতদূর চলা যায়?

একদিন পালের হাওয়ার দম ঠিক ফুরোয়।

জীবনের কথকতার শেষ নেই,

কোনকিছুই অস্বীকার করবার যো নেই

তার চাইতে করপুটে কৃতজ্ঞচিত্তে

স্বীকার করে যাই সবটাই।

মৃত্যুর পদধ্বনি রনিত হয় বুকে

ভয় হয় না বরং মনে হয়

এই বুঝি প্রশান্তি নেমে এলো বলে।

আহ্ কি শান্তি! কি শান্তি!

ভাবতেই ভিতর একটি হিমেল বাতাস খেলে যায়

আহ্ এই তো চাই এসো শান্তি এসো তুমি এসো। 



Rate this content
Log in

Similar bengali poem from Classics