STORYMIRROR

Debashis Bhattacharya

Romance

4  

Debashis Bhattacharya

Romance

একটিবার তোমারি মিলনে

একটিবার তোমারি মিলনে

1 min
383

আমি নদী হয়ে যাবো মিশে 

তোমার মিলন সাগরে

দেব ধরা তোমার প্রেমে

আমার নিজেকে বিলায়ে


জানি তুমিও ধরা দেবে একদিন

আমার হিমেল প্রেমের জোয়ারে 

তাই ছুটে যেতে চাই সীমাহীন পানে

তোমাকে পাওয়ার বাসনাতে

 

মুকুলিত প্রাণ করে আনচান

তোমারি প্রেমের আলাপে

আমি কদম ঝরে পড়ি অবহেলে

মরমে মরিয়া লাজে


যেও নাকো মোর প্রিয়তম

ক্ষুদ্র হৃদয় আঙিনা ছেড়ে

জীবন আমার মরু বালুকা

তুমি কল্পতরুর ছায়া 

 

এ পরান নাহি বোঝে কোনো ভাষা 

এ নয়ন নাহি দেখে তুমি ছাড়া

এ জীবন নাও বৃথা ধেয়ে যায়

না পেয়ে তোমার সাড়া


নাই কিছু মোর চাওয়া পাওয়া

নাই কিছু আশা ধরে রাখা

থাকো যদি তুমি হৃদয়েতে সখা

একটিবার তোমারি মিলনে নাচে উল্লাসে

কোটি গ্রহ-তারা গগনে


Rate this content
Log in

Similar bengali poem from Romance