একটা চুম্বন, তোমার জন্য
একটা চুম্বন, তোমার জন্য


সূর্য যেমন এসে প্রত্যেকদিন
করে চুম্বন ধরণীকে,
এলাম আমিও তোমার কাছে
নিয়ে একটা গাঢ় চুম্বন।
এসো কাছে, ঘিরে ধরি
আমার বাহুর আলতো গরমে,
লেখ তুমি আমাদের গল্প
আমার যত্নের নরমে ।
তোমার ঠোঁটের ঠান্ডা হাসি
মিলুক এসে আমার উষ্ণ ঠোঁটে,
শুরু করি এই সুন্দর গল্প
একটু আলতো লজ্জা পেয়ে।
তাকাও চেয়ে নরম চোখে
আমার নয়নের আগুনে ,
চলো পুড়ি হয়ে ছারকার
এই প্রবল ভালোবাসার ঝড়ে।