এখানে জুজুর ভয়ে
এখানে জুজুর ভয়ে


এখানে জুজুর ভয়ে বক্ষ আহা কাঁপে ধুরুধুরু,
এখানে আঁধার নামে অশরীরী কারো হাত ধরে...
মগের মুল্লুক যেন এ নগর র্কুঁচকিয়ে ভুরু,
হেঁটে যায় নির্দ্বিধায় এ নগরে , প্রেতের শহরে
সহায় সম্বলহীন এই আমি পাশাপাশি তার
রজনীর গভীরতা মেপে মেপে শুধু ক্লান্ত হই,
দুচোখে তাকিয়ে থাকি সবিষ্ময়ে দেখি নির্বিকার
কান পেতে শুনে যাই প্রেতাত্মার নগ্ন হইচই!
সবুরে মেওয়া ফলে এ আশায় কাটাই সময়,
ভীতির ভেতরে বুনি সাহসের মায়ামন্ত্র জাল।
একদিন মানুষেরা জয় করে ঘৃণ্য অবক্ষয় ,
স্থির হবে নিজ অক্ষে সাক্ষী আছে ঋদ্ধ মহাকাল।
তখন জুজুর ভয়ে কেউ আর হারাবে না হুঁঁশ!
শিরদাঁড়া খাড়া রেখে এসো বলি আমরা মানুষ।