একা বাঁচার প্রতিজ্ঞা ্
একা বাঁচার প্রতিজ্ঞা ্
যদি বাঁচতে চাও একা একা!
শক্ত পাথরে গড়ে তোল ভিত নিজের মনে।
অনুভবে উঁকি দেবে অন্যরকম থ্রিল,
নির্বিঘ্নে নির্ভয়ে নিভৃতে,
ইচ্ছা মতো খুশি মতো,
নিজের সাথে নিজে কথা বলবে।
নিজেকে নিজে ভালোবাসা,প্রংশসা করা
তৈলাক্ত লাঠিতে ওঠানামা করা
বাধাহীন উপরে ওঠা,আর নীচে নামা।
নিজেকে দোষারোপ করা, তিরস্কার করা
মনে ঝড় তোলা, বৃষ্টি ডেকে আনা
প্রতিবাদ করা,মেনে নেওয়া,
বৈপরীত্যের সহাবস্থানে স্থির থাকা।
দিনের শেষে দীর্ঘশ্বাসে একা, চারদিক ফাঁকা
মাথা তুলে সীমানা ভুলে
একপায়ে তালগাছ হয়ে দাঁড়িয়ে থাকা।
ঈর্ষা হীন হিংসা হীন শুধুই সর্বাত্মক চেষ্টা
গন্ডির বাইরে সাধ্যের বাইরে
সাধ্য মতো সর্বোচ্চ যতো
নিজেকে অবস্থান দেওয়া।
