দূর্গা রূপ
দূর্গা রূপ
বারুদ ছিল মনের ভেতর আগুন তবু জ্বলল না
ঘেন্না করে ওরা ভীষণমুখ ফুটে কেউ বলল না।
মারল ছুঁড়ে অ্যাসিড শিশি কাটলো গলা
নৃশংসমানুষ ওরা ভাবলো না তোভাবলো শুধুই নারী মাংস।
ছুঁড়লো আগুন জ্বাললো চিতাসতীদাহের কি বদনাম!
মা মেয়েরা মেয়েছেলেইএটাই আজো যে সম্মান।
পণের নামে পণ্য হলাম শুষলি রক্ত থাকলো ছাই
তাই আমি মানুষ বলতেআজ নিজেকে লজ্জা পাই।
মানুষ আমি নইরে আজমেয়ে হয়েই বাঁচতে চাই
লক্ষ্মী নয় চন্ডীর রূপ আজকে আমি নিয়েছি তাই।
আসবি নাকি? মারবি নাকি? দেখি কত সাধ্য তোর?
ছিঁড়বোই আজ নাড়ীর বাঁধন দেখি কত তোর পেশীর জোড়।
আমি যেমন জন্ম দিই মারতে পারি তেমন ই
বুঝি শুধুই লক্ষ্মী চেন? দূর্গা রূপ দেখোইনি।
