STORYMIRROR

Debasmita Ray Das

Inspirational

2  

Debasmita Ray Das

Inspirational

দিনের আলো

দিনের আলো

1 min
17.6K


ছোট্ট একটা গল্প শোনো সত্যিকারের গল্প

মজার মজার কথা তাতে বেদনা অল্প অল্প

ছোট্ট মেয়ে তিন্নি যখন একলা পায়ে হাঁটতো

চনমনে ছিল দিন তার খুব সুন্দর কাটতো

চিন্তাহীন মন হত খুব আনমনা

অজস্র যতো অকাজের কথার ছিল আনাগোনা

দিনটা তখনি ভাল ছিল সময় ছিল বেশ

আনন্দে আহ্লাদে মেতে থাকার

হতনা কো শেষ।।

দিন বয়ে যায় একদিন হঠাৎই সেই সময় হল শেষ

কেমন রঙিন দিনগুলো যেন পাল্টালো বেশ

হৃদয় জুড়ে যতো খুশি যতো দিনের আলো

কোথায় যে গেল কেমনে ফুরালো।।

এখন আকাশ মেঘাচ্ছন্ন বাতাস করেনা তো খেলা

মনের মাঝে দ্বিধা দ্বন্দ্ব চিন্তারই মেলা

মনের মধ্যে আবার কবে ফুটবে সেই আলো

আগের দিনটাই আসুক আবার সেই ছিল ভাল।।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational