দিন বদলের পালা
দিন বদলের পালা


তোমার গ্রীষ্ম, ঠান্ডা ঘরে,
শীতল পানীয়ে চুমুক।
আমার গ্রীষ্ম, তপ্ত প্রহরে,
ক্ষেতের ধুলোয় কাটুক।
তোমার বর্ষা, ব্যালকনিতে ভেজা,
রবি ঠাকুরের গানে।
আমার বর্ষা, বিষম সাজা,
ঘর ভেসে যাই বানে।
তোমার শরৎ, খুশির আলো,
বাজায় বেনু, আগমনীর।
আমার শরৎ, আঁধার কালো,
শেখায়, বাঁচার নতুন জিগির।
তোমার হেমন্ত, ঠান্ডা ছুঁয়ে ,
কফির নেশায় মজে।
আমার হেমন্ত, বাঁচতে চেয়ে,
মাথার ছাদ খোঁজে।
তোমার শীতে, উষ্ণ আদর,
নরম লেপের বুকে,
আমার শীতে, ছিন্ন চাদর,
দেওয়াল, বাঁচা মরার ফাঁকে।
তোমার বসন্ত, ছন্দে ভাসে,
খুঁজতে ভালোবাসা,
আমার বসন্ত, বছর শেষে,
হয়তো, দিন বদলের আশা।