STORYMIRROR

Manjula Acharya

Classics

4  

Manjula Acharya

Classics

দীপশিখা

দীপশিখা

1 min
321

দেখোনা জ্বলছে যে ওই

   সারি সারি দীপশিখা

জানো না কি বলছে ওরা

 কত কি রয়েছে তাতে লেখা

বলছি ওরা ভালোবাস ভালোবাস

 অন্তর হতে বিদ্বেষ-বিষ নাশো

কি চলো প্রেম মৈত্রী সাম্যের গান

  আলোকে ভরো সবার মন প্রাণ

দীপের আলোয় আলোকিত করো

     আমাদের এই সুন্দর ভুবন

বিবেকের বন্হি জ্বালিয়ে ওগো 

     শুচি করে দাও তনু মন

ওগো শ্যামা মা তোমার স্নেহের পরশে

     ভয় আশঙ্কা সব যাক মুছে

সমাজের জরা ব্যাধি অন্যায় আনাচার

     তমসাচ্ছন্ন যা সব রয়ে যাক পিছে

এ ধরা প্লাবিত হোক আলোর বন্যায় 

 সবার পরাণ উঠুক নেচে আলোর ছোঁয়ায় ।।


Rate this content
Log in

Similar bengali poem from Classics