STORYMIRROR

Utso Bhattacharyya

Action Inspirational

3  

Utso Bhattacharyya

Action Inspirational

দীপান্বিতা

দীপান্বিতা

1 min
629

আলোর এই উৎসবেতে আঁধার যাক মুছে—

মনের আঁধার, দৈন্যদশা এই ক্ষণে যাক ঘুচে!

শব্দ-দানব হামলা করে আলোর এই উৎসবে৷

হৃদয় মাঝের মনুষ্যত্ব প্রকাশ পাবে কবে ?

অসুস্থ আর অবলা জীবে একটু থাকুক মায়া;

উদযাপনের উল্লাস যেন না ফেলে কালো ছায়া!

আলোয় আলোয় গৃহাঙ্গন উঠুক আজ ভরে;

অশুভের হোক বিনাশ আর চেতনা উঠুক গড়ে!

নৈরাশ্যকে দূরে ঠেলে দিয়ে আশার ফানুস উড়ুক;

সারাবছরের আবর্জনা আতশবাজিতে পুড়ুক!

যা কিছু খারাপ হাউই চড়ে গ্রহান্তরেই যাক;

শুকনো মুখের ওরাও না হয় পেট ভরে খেতে পাক!

আলোর এই উৎসব যেন সকলের হয় আজ—

দূষণ বাড়ানো উল্লাস করে আর নেইকো কাজ!

দীপান্বিতার আলোকমায়ায় উদ্ভাসিত মন—

আসুক নিয়ে সবার মাঝে খুশীর অনুরণন!



Rate this content
Log in

Similar bengali poem from Action