দীপাবলি
দীপাবলি
পৃথিবীর অমা অন্ধকার দূরে সরিয়ে
জানাও মাগো আলোর প্রদীপ ঘরে ঘরে
মনের আঙিনায় ভরে দেওয়া চেতনা
অনাচার , দুঃখ ,যা বোন নেহিতনা সব যাক সরে
সবার জীবনে ভরে দাও মাগো
সুখ ,সমৃদ্ধি, স্বাস্থ্য , আনন্দ,সম্পদ
দাও না মাগো এহেন সাহস শক্তি
সামনা করতে যত শত বিপদ
তোমার অভয় হস্তে করো মা আশীর্বাদ
জাগুক বিবেক দূর করে সব আপদ
আলোর বন্যা বইয়ে দাও মা
প্রেম ,মৈত্রী ,ভালবাসার বন্ধনে
বিবেক বন্হি উঠুক গো জ্বলে
হৃদয় ভরা মানবিকতার ইন্ধনে ।।
