দীপাবলি
দীপাবলি
যাক ঘুচে যাক যত আছে কালো
তমশা সরে যাক জ্বলেে উঠুক আলো
যাক ধুয়ে-মুছে যত আছে মলিনতাা
যাক উড়ে যাক আছে যত জীর্ণতা
আছে যত মনে সংকীর্ণতা দীনতা।
সব অন্ধকার দেই দূর করেে
প্রদীপের আলপনা দিয়ে
মনের অন্ধকারে সত্যি করে
একটি করে দীপ জ্বেলে দেই
যাক সব মলিনতা সরেে।
আজ আনন্দ আনন্দ আনন্দ
চলে গেছে মনের সকল মন্দ
চারিদিকে শুধু আলো আর আলো
আমরা সবাই থাকবো ভালো।
