দীঘি
দীঘি
স্নিগ্ধ দীঘির জল করিতেছে টলমল
ছোট ছোট ঢেউ ওঠে ফুলিয়া,
প্রভাতের মধুরতায় শান্ত, শীতল হাওয়ায়
শালুকের ফুল নাচে দুলিয়া |
ভোরবেলা ঝিরিঝির পড়িয়াছে ক্ষুদ্র শিশির
জমিয়াছে জলকণা শালুকের পাতে,
উজ্জ্বল অরুন কিরণ বিন্দুজলে হইয়া বর্ষণ
সপ্ত বর্ণচ্ছটা জাগে আঁখিপাতে |
গুনগুন গান করে মৌমাছি বেড়ায় উড়ে
ওঠে, বসে, খেলা করে ফুলের ওপর;
মৃদুমন্দ পবন দোলায় ফুলেরাও মেতেছে খেলায়
মেলামেশাতে আজ তারাও তৎপর |
মরাল মরালী ভাসে আনন্দে যেন হাসে
জলে খেলা করে সন্তরিয়া,
ডাকি একে অন্যেরে কথা কয় উচ্চঃস্বরে
ঢেউ তোলে জলপরে নাচিয়া |
বেলা বাড়ে ক্রমে ক্রমে স্নানার্থীর ভিড় জমে
জুটিয়াছে বড় ছোট অনেকেই,
কেহ বা সাঁতার কাটে কেউ দেয় জল ছিটে
কলরব ভরে যায় দীঘির হাওয়ায় |
সাঁতার, আসর গানের কোলাহল সারাদিনের
সমাপ্তি ঘটে সন্ধ্যাবেলা,
তখনও দীঘির জলে লুকোচুরি খেলা চলে
চাঁদ আর তারাদের জলে বসে মেলা |
