STORYMIRROR

Prosenjit Chattterji

Tragedy

3  

Prosenjit Chattterji

Tragedy

দিগন্তে রামধনু

দিগন্তে রামধনু

1 min
3.9K


দিগন্তে রামধনু ,

ওদিকে থেমেছে ঝড় I

নতুন করে স্বপ্ন ,

আবার বাঁধবে ওরা ঘর I


কোন ঘরটা কাঁচা ছিল,

আর কোন ঘরটা পাকা I

ওরা কোথায় পাবে আশা ,

অতো জোগান আর টাকা I


দিগন্তে রামধনু ,

আমি ওদের মাঝে যাবো I

খাটবো সকাল সাঁঝে ,

আর যা জোটে তাই খাব I


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy