দিগন্তে রামধনু
দিগন্তে রামধনু


দিগন্তে রামধনু ,
ওদিকে থেমেছে ঝড় I
নতুন করে স্বপ্ন ,
আবার বাঁধবে ওরা ঘর I
কোন ঘরটা কাঁচা ছিল,
আর কোন ঘরটা পাকা I
ওরা কোথায় পাবে আশা ,
অতো জোগান আর টাকা I
দিগন্তে রামধনু ,
আমি ওদের মাঝে যাবো I
খাটবো সকাল সাঁঝে ,
আর যা জোটে তাই খাব I