Pritam Mukherjee

Tragedy

3  

Pritam Mukherjee

Tragedy

ধর্ম

ধর্ম

1 min
78



ধর্মের লড়াই লড়ে হাঁপিয়ে পরেছে নিশ্বাস

করছে শেষ ঘৃণার অন্তিম মুহূর্তের আর্তনাদ।

রক্তের দাগে রেঙে ওঠা তলোয়ারি বলছে

একটু দাঁড়াও জিরিয়ে নি, শেষ নিশ্বাস টুকই তো বাকি।

একটু চেয়ে দেখি ফ্যাকাসে মুখটা

ভয়ঙ্কর আর্তনাদের আড়ালে, বেটা হিন্দু না মুসলমান।

জানা তো হইনি তার ধর্ম কি?

গায়ে দঁরি না গালে দাঁড়ি?

চারিদিকে রক্তের ফোয়ারা

হিন্দু মুসলমানের রক্ত গিয়ে মিশেছে পাড়ার মোড়ের নালায়।

মিলেমিশে চারিদিক আজ রক্তাক্ত।

আর্তনাদে ভরে ওঠা মন্দির মসজিদ বলছে

একটু দাঁড়াও জিরিয়ে নি, শেষ নিশ্বাস টুকই তো বাকি।

ধর্মের চশমাই সাদাকালো এই জগৎ

ভেঙে ফেলতে বলেছে মানবিকতার কাঁচ।

রাম খেয়েছে ঈদের লাচ্ছা, আর মহম্মদ কালীপুজোর প্রসাদ।

আজ দুজনই সন্মুখিন, মনে ঘৃণা হাতে তলোয়ারি।

রক্ত মাখা গীতা আর কোরানের পাতাগুলো বলছে

একটু দাঁড়াও জিরিয়ে নি, শেষ নিশ্বাস টুকই তো বাকি।


Rate this content
Log in