STORYMIRROR

PIJUS SARKAR

Tragedy

4  

PIJUS SARKAR

Tragedy

দহন জ্বালা

দহন জ্বালা

1 min
317

জ্বালা অনেকরকমের হয়

কারও চিবিয়ে বলা কথায় 

জ্বালা ধরে যায় মনে --

কারও হাসির পরতে পরতে 

সারা শরীর জ্বলে ওঠে।

লাস্যময়ী দ্রৌপদীর হাসির জ্বালা 

সযত্নে রোপণ করেছিল

রক্তক্ষয়ী কুরুক্ষেত্রের চারাগাছ।


আপন পছন্দের কবিদের

স্থান নিশ্চিত করতে

অন্যদের পাতায় জল ঢেলে দিয়ে

সম্পাদক যখন হেসে বলে ওঠেন --

"রাগ করলে নাকি !"

সে-হাসির জ্বালা বুঝিবা 

চন্দ্রবোড়াকেও লজ্জায় ফেলে দেয়।

        ------------



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy