দেবীপক্ষে ::::
দেবীপক্ষে ::::
আকাশে ভরেছে পেঁজা তুলো মেঘ,
হাওয়া দিয়েছ দোলা কাশের বনে বনে ,
আগমনী সংগীতে মুখর ভোরের বেলা,
এই আবার এল মহালায়া ...
শুরু হল মার্তৃ আরাধনা ।
কত না রঙে সেজেছে শহর রাস্তাঘাট,
মণ্ডপে মণ্ডপে এলোকেশী দশোভূজা,
কতোনা অস্ত্রে করছে সংহার,
যা কিছু অশুভ
কিংবা অকল্যাণকর ---।
এরই মাঝে ভিখারিনী এক
বিদ্রুপ হাসি হেসে
বলল মাটির মাতারে
আমার মতো তুইও ধারণ কর
গর্ভে পুত্র গোটা দুই,
বুঝবি তবে ,
পুত্র কতো মাতৃবৎসল হয় !!
ওই দেখ পাগলি টাকে
দাঁড়িয়ে আছে ভরা গর্ভবতী
কোন দানবে বীজ বুনেছে
বল তুই বল দেখি??
পারবি কি তুই মা
করতে ধ্বংস তাদের ?
অ-মানব যারা মানুষ সেজে আছে ?
পারবি কি মাথানত করাতে
নরাধম ধর্ষকে, তোর পদতলে ?
যদি নাই বা পারলি
তবে কি হবে রণংদেহি সাজে ???