STORYMIRROR

Chandrane Das

Comedy Drama Thriller

3  

Chandrane Das

Comedy Drama Thriller

ডানপিটে সই

ডানপিটে সই

1 min
173

কখনো সে বিশাল সাহসী

তো আবার কখনো 

ভূতের ভয়েই কুপোকাত।


কখনো সে ভীষণ আবেগী 

তো কখনো বা একটু রাগী ।

কখনো কখনো তো বিশাল মারকুটে ও

তো আবার কখনো হিতাকাঙ্খী ও।


তাই মাঝে মাঝে তার 

শাসন- বারনের ঘেরাটোপে

আর উৎসাহের ঘনঘটায়

নিজেকেই ভাগ্যবান 

মনে হয় ভারী।


আসলে কখন যে ওর ওই

একটু "জোরাজুরি "

অনেক টা "অধিকার বোধ"

আর "কেউ না থাকলে ও আমি আছি"

আমায় সাহস জুগিয়েছে

তা আমার চেতনার অতীত।


আসলেই মন ভালো করার

জাদুকাঠী তুই,

আমার সব দুঃখ কষ্টের

সঙ্গী তুই......


তুই না থাকলে 

কার কাছে আমি, করবো আবদার 

ঘুরতে যাওয়ার.....

তুই না থাকলে

কার কাছেই বা বলব আমি

মনের সকল দ্বিধা- দ্বন্দ্ব

আর দুশ্চিন্তার ভার.....

তুই না থাকলে

কে দেবে পরামর্শ ঝুড়ি ঝুড়ি....

তুই না থাকলে

কে বলবে ঠিক ভুলের পার্থক্যটা

কতটা আপেক্ষিক আর জরুরি ?


তাই সব মিলিয়ে ব্যক্তিত্বটা 

কেন জানি না 

ভীষন, প্রিয় ভারী।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy