কিছু না বলা কথা
কিছু না বলা কথা
আমি ও চাই...
আমি ও চাই
কেউ আমাকে ও
চোখে হারাক।
কেউ আমাকে ও
আগলে রাখুক।
মিশে যাক
আমার মধ্যে।
শুধু শরীর নয়
মনের সবটা নিয়ে
থাকুক ঘিরে।
আমার ও মন চায়....
মন চায়
কারো স্বপ্নের
স্বপ্নাচারীনি হতে.....
কেউ আমাকে ও
ভালোবাসুক।
হাজির হোক
এক আকাশ
স্বপ্ন নিয়ে।
কেউ আমাকে ও পেতে
মরিয়া হোক।
কেউ আমাতে ই
হারিয়ে যাক না।
ক্ষতি কি ???
আমি ও রবো
তার সবটা জুড়ে
সারাজীবনের তরে।

