STORYMIRROR

Chandrane Das

Abstract Romance Fantasy

3  

Chandrane Das

Abstract Romance Fantasy

মোহ

মোহ

1 min
163

কালো রঙের ছোঁয়ায়

আজ আকুল হচ্ছে মন-প্রান।


কালো রঙের হাতছানিতে

আজ লেগেছে 

রামধনুর সাত- রঙা প্রান।


কী জানি কি ছিল

ঐ কালো রঙের আঁখি জোড়ায়

যার অদম্য আকর্ষনে

হারিয়ে ফেলি নিজেকেই---

থমকে যায় সময়,

অস্তিত্ব হারায় বাহ্যিকতা,

রাত জাগা পেঁচার মতো

ঘুরে বেড়াই আনমনা হয়ে।


তবে না জানি কি আছে কপালে

তবু ও বেহায়া মনটা 

শোনে না কোন বারন।


তাই তো স্মৃতি পটে

ভাসছে কেবল

একটাই মুখ।


তাই বোধহয় ঐ কাজল চোখেই

আটকে গেছে

আমার দিবা-নিশি।


ঐ কালো ভ্রমরের ন্যায় আখি পল্লবে

ডুবে যাচ্ছি ধীরে ধীরে.....


একটা মাদকতাই ঘিরে ধরছে ক্রমশ....

চারপাশটা কেমন রূপকথার মতো

হাত নেড়ে ডাকছে আমায়, গ্ৰাস করছে

মায়ার বাঁধনে।


তাই তো বিনা আক্ষেপেই

বাড়াই পা, স্বেচ্ছায় 

বন্দীনি হবার আশায়.....



Rate this content
Log in

Similar bengali poem from Abstract