STORYMIRROR

Chandrane Das

Tragedy Thriller

3  

Chandrane Das

Tragedy Thriller

চক্রান্তের অন্তিম প্রহর

চক্রান্তের অন্তিম প্রহর

1 min
141

ধূ ধূ করছে, আজ চারিদিক

অন্ধকার আর অনিশ্চয়তায়

ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি।


বাঁচার ইচ্ছে টা

হারিয়েছি বহুদিন

তবে আজ 

মাথা উঁচু করার

শেষ সম্বল টুকু ও 

হারালাম।


কারো চোখে আক্রোশ

তো কারো চোখে

শুধুই করুনা,

সহানুভূতি নয় বরং

শুধুই সমালোচনা।


তাই লাভ- ক্ষতির

হিসেবের খাতায়

গরমিলের এত ছড়াছড়ি,

তাই আমার, অস্তিত্ব ও 

আজ, ওই যে তলানিতেই।


কিন্তু একদিন আসবে

সময়ের চাকা ঘুরবে,

হিসেবে গুলো ও মিলে যাবে,

চোখে চোখ রাখতে ও 

ভয় পাবে তারা।


তাই আমি ও দিন গুনছি

তারই প্রতীক্ষায়.....


যেখানে চলবে না কোন কপটতা

থাকবে শুধুই

"স্বচ্ছতা" আর "শুদ্ধতা"।


যেখানে আত্মবিশ্বাস আর দরাজ গলাই

হবে আমার অস্ত্র একমাত্র

আর তাতেই আমি

করব আবার 

সব চক্রান্তের "কিস্তিমাত"।


প্রতিজ্ঞা এই চোখের জলের

শপথ এই অপমানের,

কুটিলতা আর চক্রান্তের -----

যে অনৈতিক প্রতিযোগিতায়

বলপূর্বক, নামাতে বাধ্য

করিয়েছে, যে বা যারা-----

শাস্তি তাদের ভগবানই দেবে

নিমিত্ত শুধু হবো, আমি বা আমরা।


তাই অপেক্ষা, শুধু কিছু দিনের,

কারন খেলা তো শুরু হয়েই গেছে

তবে শেষ দান টা আমারই হবে

তখন বলবে সবাই

"ক্যা বাত" , "ক্যা বাত"।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy