STORYMIRROR

Chandrane Das

Abstract Inspirational

4  

Chandrane Das

Abstract Inspirational

দীপশিখা

দীপশিখা

1 min
392

আজ চারিদিকে শুধুই আলোর রোশনাই

টুনিবাল্ব আর বাজির রংমিশেলে----

তারা গুলো ও যেন একটু ম্লান,

তবু ও, বিশ্ব জুড়ে আলোর রোশনাই

টলাতে পারেনি তাদের অস্তিত্ব।


ঠাট্টা, তামাশা আর অপমানের দ্বারাও

ঠিক যেমন করে পারেনি, কিছু মানুষ

ওই অপর মানুষটির ব্যক্তিত্ব র

তিল মাত্র নড়াতে।


ঠিক তেমনি, অমাবস্যার নিকষ কালো 

অন্ধকার কে, ভেদ করে 

মিট মিট করে জ্বলে উঠছে

হাজার হাজার প্রদীপ।


যেন অনেকটা মন খারাপের আঙিনায়

এক টুকরো, আশার আলোর হদিস .....


Rate this content
Log in

Similar bengali poem from Abstract